রাজনীতি

শরীকদের সঙ্গে মনোনয়ন সমন্বয়ের ইঙ্গিত আ. লীগের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
শরীকদের সঙ্গে মনোনয়ন সমন্বয়ের ইঙ্গিত আ. লীগের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসন বাদে বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলটি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। এরপর থেকেই আলোচনা চলছে ১৪ দলীয় জোটের শরীকদের কি আসন ছাড়বে না ক্ষমতাসীনরা?

আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানান, সব আসনে মনোনয়ন দিলেও ১৪ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করা হবে।

তিনি বলেন, ২০০৮ সালেও আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছিলাম। তখনো কিন্তু প্রায় ৩০০ আসনে নমিনেশন দেওয়া হয়েছিল। পরে মহাজোটের মধ্যে সমন্বয় করা হয়। গতবারও প্রায় সব আসনে নমিনেশন দিয়ে পরে জোটের সঙ্গে সমন্বয় করা হয়েছিল। এখনো ২৯৮ সিটে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা প্রথমেই বলেছি জোটবদ্ধ নির্বাচন করবো। সেটি আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। নমিনেশন দিলেও জোটের সঙ্গে সমন্বয় করা হবে।

কোন আসনে সমন্বয় করা হবে তা ঠিক না হওয়ায় সব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, আমরা ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচন করবো। এছাড়া অন্যান্যদের সঙ্গে যদি সমন্বয় করতে হয় তাও করা হবে।