রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ জুন) দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বৈঠকে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী প্রচার প্রক্রিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে বিএনপির মহাসচিবকে বহনকারী একটি প্রাইভেটকার মার্কিন দূতাবাসে প্রবেশ করে। ঘণ্টাখানেক পর গাড়িটি বেরিয়ে আসে। বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওযা যায়নি। কোনো নেতা কথা বলতে রাজি হননি।

এর আগে, গত ১৬ এপ্রিলও মির্জা ফখরুলসহ কয়েকজন বিএনপি নেতা গুলশানে রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় গিয়েছিলেন। সেই বৈঠকের বিষয়েও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।