রাজনীতি

বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে উঠতে উদ্যোগ নেয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

রবিবার, ৪ জুন, ২০২৩
বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে উঠতে উদ্যোগ নেয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী
বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে উঠতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, এ লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল ও কয়লা কেনার উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (৪ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এসব কথা জানান।

বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও সাশ্রয়ী হতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, তার নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়ছে। করোনা অতিমারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বেশি চাপে ফেলেছে। স্যাংশন-পাল্টা স্যাংশনের কারণে বিশ্বব্যপী মুদ্রাস্ফীতি ও জ্বালানির অভাব তীব্র হয়েছে। টাকা দিয়েও জ্বালানি তেল কেনা যাচ্ছে না।

সঙ্কট থেকে উত্তরণের জন্য এরইমধ্যে কাতার ও ওমানের সাথে চুক্তি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবিদ্যুৎ আমদানিরও উদ্যোগ নেয়া হচ্ছে। কয়লা কেনার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ব পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধির তাগিদ দেন।