জাতীয়

২০২৬ সালের এপ্রিলেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শুক্রবার, ৬ জুন, ২০২৫
২০২৬ সালের এপ্রিলেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এমনটাই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “এই নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ একটি নির্বাচন, যা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দেবে।”

 তিনি আরও জানান, “সংস্কার, বিচার ও নির্বাচন”—এই তিনটি ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। রোজার ঈদের মধ্যেই মানবতাবিরোধী অপরাধের বিচার ও প্রাতিষ্ঠানিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 ড. ইউনূস জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবারকার নির্বাচন হবে এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের সুযোগ। জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে এমন প্রার্থী ও দল বেছে নেয় যারা সত্যিকার অর্থেই ‘নতুন বাংলাদেশ’ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ।

 তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচন প্রস্তুতির আহ্বান জানান এবং দেশবাসীকে ভোটের গুরুত্ব অনুধাবন করে সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ করেন।