অর্থনীতি

কালো টাকা সাদা করেনি কেউ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২ জুন, ২০২৩
কালো টাকা সাদা করেনি কেউ: অর্থমন্ত্রী
চলতি অর্থবছরে কেউ কালো টাকা সাদা করেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার (২ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, গত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিলেও এবার এ ধরনের কোনো সুযোগ কেন রাখা হয়নি। এর জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান। বললেন, গত বছরের বাজেটে বলেছিলাম, কেউ যদি অপ্রত্যাশিত টাকা দেশে নিয়ে আসে, তাহলে সেই টাকার কোনো কর দিতে হবে না। গত বাজেটে এ সুযোগটি দেয়ার পরও এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত টাকা বাংলাদেশে আসেনি। তাই এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি।

অর্থমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এবার আমরা পুরো বাজেটটাই গরিবদের জন্য উপহার দিয়েছি। আইএমএফের পরামর্শ অনুযায়ী বাজেট তৈরি করা হয়নি। আইএমএফ যাদেরকে ঋণ দেয়, সেইসব দেশের সবদিক ঠিক আছে কি না যাচাই করে। এটা ভালো দিক।

কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দেয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, আমি অতীতের বাজেটে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। বলেছিলাম, ২ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ইতোমধ্যে ২ কোটি ৪৫ লাখ কাজের সুযোগ তৈরি করা হয়েছে। অতীতে বাজেটে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তার বাস্তবায়ন করেছি। আগামীতেও হবে।