অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম। বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম লাফিয়ে বেড়ে হয়েছে ১৮৯ টাকা, যা পূর্বে ছিল ১৭৫ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে হয়েছে ১৬৯ টাকা, আগে যা ছিল ১৫৭ টাকা। বোতলজাত পাঁচ লিটার তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা।
এই দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হলো ভোজ্যতেলে সরকারের দেওয়া ভ্যাট সুবিধার মেয়াদ শেষ হওয়া। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাট অব্যাহতির সময়সীমা শেষ হওয়ায় আমদানি ও উৎপাদন পর্যায়ে এখন আবার ১৫% ভ্যাট আরোপ হচ্ছে। ফলে বাজারে তেলের দামে সরাসরি প্রভাব পড়েছে।
নতুন দাম আগামী ১৩ এপ্রিল (রোববার) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ ভোক্তারা আরও চাপের মুখে পড়বেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সরকারের দাবি, নতুন দাম বাস্তবতার আলোকে ভোক্তার স্বার্থ বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে।