ঢাকার এক শেয়ার বিনিয়োগকারী মোঃ সাখাওয়াত হোসেনের পরিবার মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ, মশিউর সিকিউরিটিজের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে সাখাওয়াত হোসেন চরম মানসিক আঘাতে মৃত্যুবরণ করেন।
মোঃ সাখাওয়াত হোসেন, যিনি দীর্ঘদিন ধরে মশিউর সিকিউরিটিজের প্রধান শাখায় বিনিয়োগ করে আসছিলেন, সম্প্রতি তার শেয়ার পোর্টফোলিওর মধ্যে চরম অসামঞ্জস্য দেখতে পান। অভিযোগ অনুযায়ী, মশিউর সিকিউরিটিজ বিনা অনুমতিতে তার প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার শেয়ার বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে। পরিবার জানিয়েছে, সাখাওয়াত হোসেন এই ব্যাপারে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এস কে মোগলজান রহমান মিঠু তাকে সমুদয় অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিয়ে আটটি ওয়ান ব্যাংকের চেক ইস্যু করেন।
তবে, প্রতিশ্রুতি অনুযায়ী ওই চেকগুলো পেশ করার পর ডিজঅনার হয়। পরবর্তী সময়ে আবারো চেক পেশ করতে বলা হলেও ২৮ অক্টোবরের চেকগুলোও ডিজঅনার হয়। পরিবারের অভিযোগ, এর ফলে শারীরিক ও মানসিক চাপে সাখাওয়াত হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং আইসিইউতে ভর্তি হওয়ার পর শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
সাখাওয়াত হোসেনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার তার মৃত্যুর জন্য মশিউর সিকিউরিটিজ এবং এর ম্যানেজিং ডিরেক্টর মিঠু, ডিরেক্টর মামুন, ট্রেডার বিপুল, লিপন, টুটুল (আইটি) এবং জিএম (যিনি ভুয়া পোর্টফোলিও সরবরাহ করেন) কে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
তারা আরো বলেন, এই প্রতারণামূলক ঘটনার ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।