শেয়ার বাজার

হাজার কোটি টাকা ছাড়িয়েছে শেয়ার বাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৯ জুলাই, ২০২৩
হাজার কোটি টাকা ছাড়িয়েছে শেয়ার বাজারের লেনদেন
দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার সূচক কমলেও এদিন লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত কয়েক দিন ধরেই ধারাবাহিকভাবে শেয়ারবাজারে লেনদেন বাড়ছে। ফলে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে আটকে থাকা অনেক কোম্পানি ফ্লোরপ্রাইস থেকে ওপরে উঠে আসছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ৬৩৫১ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস-৩০ মূল্য সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট কমে ২১৯৭ দশমিক ৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ১৭ বেড়ে ১৩৮৭ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৭১ লাখ টাকা। গতকাল লেনদেনকৃত মোট ৩৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনকৃত শীর্ষ ১০টি কোম্পানি হলো :ফু-ওয়াং ফুড, আরডি ফুড, সি পার্ল বিচ, খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক, লুব-রেফ, এমারেল্ড ওয়েল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও বিচ হ্যাচারি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল এই বাজারে লেনদেনকৃত মোট ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি দর।