অর্থনীতি

গ্যাস-বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না: উপদেষ্টা ফাওজুল কবির

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বুধবার, ৭ মে, ২০২৫
গ্যাস-বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না: উপদেষ্টা ফাওজুল কবির
গ্যাস ও বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৭ মে) সচিবালয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “নতুন দামে গ্যাস আমদানি করতে হলেও, জনস্বার্থ ও শিল্প খাতের কথা বিবেচনায় রেখে আমরা দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।” শিল্প খাতে চলমান গ্যাস সংকট নিয়ে আয়োজিত এ বৈঠকে তিনি আরও বলেন, “জনগণের চাপ ও শিল্পের প্রতিযোগিতাশীলতা রক্ষাই সরকারের অগ্রাধিকার।”

এই ঘোষণায় সাময়িক স্বস্তি পেয়েছে সাধারণ ভোক্তা ও শিল্প মালিকেরা।