জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট আবাসন মেলা ও পিঠা উৎসব ২০২৫’। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কৃষিবিদ গ্রুপ হেড অফিসের রুফটপ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত ডিএমডি মোঃ আলামগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম সালাহউদ্দিন, কৃষিবিদ গ্রুপের অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিরেক্টর মোঃ রেজাউল করিম খান টুটুল, প্রধান প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর মোঃ কামাল হোসেন, ল্যান্ড অ্যান্ড লিগ্যাল ডিভিশনের প্রধান অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং হেড মোঃ আরিফ খান এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং হেড হাসান আশেক মাহমুদ। এছাড়াও কৃষিবিদ গ্রুপের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনেই আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। আবাসন মেলার পাশাপাশি পিঠা উৎসবের পরিবেশ পরিবার-পরিজনসহ আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
মেলায় কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের প্লট, অ্যাপার্টমেন্ট এবং বিভিন্ন হোটেল ইনভেস্টমেন্ট প্যাকেজ সম্পর্কে জানতে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বিশেষ করে কুয়াকাটায় নির্মাণাধীন পাঁচ তারকা হোটেল প্রকল্প নিয়ে দর্শনার্থীদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য।
মেলা উপলক্ষে প্লট, ফ্ল্যাট ও ফাইভ-স্টার হোটেলের শেয়ার ক্রয়ে থাকছে বিশেষ ছাড়, আকর্ষণীয় উপহার এবং নানা ধরনের অফার। দর্শনার্থীরা এখানে রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের পরামর্শ, ইনভেস্টমেন্ট সুযোগ এবং কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের সেবা ও মান সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।
মেলা চলবে ২০ নভেম্বর থেকে ২৯ নভেম্বর। প্রতিদিন বিকাল ৩টা – রাত ৮টা কৃষিবিদ গ্রুপ হেড অফিস রুফটপ, ৮০১, বেগম রোকেয়া সরণি, কাজিপাড়া, মিরপুর, ঢাকা। সাধারণ দর্শনার্থীসহ সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।