বাংলাদেশ

জাহাজ ভাড়া করে এনে কেটে বিক্রি করছেন ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
জাহাজ ভাড়া করে এনে কেটে বিক্রি করছেন ছাত্রদল নেতা
নারায়ণগঞ্জে ভাড়ায় আনা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে। সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে টানা ১৫ দিন ধরে জাহাজটি কেটে বিক্রি করা হয়। শিপইয়ার্ডটির মালিক শাহাদাতের বাবা স্থানীয় বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজটির মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় তিনি জানান, জাহাজটি কেটে বিক্রি করায় তাঁর প্রায় এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলার পর গতকাল বুধবার সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১ নভেম্বর চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) ধরনের মালবাহী জাহাজটি সাত লাখ ২০ হাজার টাকায় এক মাসের জন্য ভাড়া করে আনেন শাহাদাত হোসেন। এরপর তাঁর নেতৃত্বে ১০–১৫ জনের একটি সিন্ডিকেট ভাড়ায় আনা জাহাজটি শিপইয়ার্ডে নিয়ে গিয়ে স্টিলের প্লেট হিসেবে কেটে বিক্রি করতে শুরু করে।

গত রোববার সকালে এক পরিচিত ব্যক্তির কাছ থেকে জাহাজ কাটার খবর পান মালিক রাকেশ শর্মা। পরে রাতেই ঘটনাস্থলে গিয়ে তিনি জাহাজ কাটার সত্যতা পান এবং থানায় মামলা করেন।

রাকেশ শর্মা বলেন, একজন জাফর নামে ব্যক্তি পরিবহনের জন্য জাহাজটি ভাড়া করেছিলেন। পরে জানা যায়, চাকরি দেওয়ার কথা বলে তিনি স্থানীয় ছাত্রদল নেতার সঙ্গে যোগসাজশে জাহাজটিই কেটে বিক্রি করে দিয়েছেন। ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরে তাঁরা সময়ক্ষেপণ করেন, তাই মামলা করেছি।

অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বাবা ও শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত অতীতে বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। তাঁর বাবা রফিকুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে কিছুদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে হেফাজত ইসলামের মামুনুল হককে নিয়ে রিসোর্ট-সংক্রান্ত মামলার পর আবার বিএনপিতে ফিরে আসেন।