বাংলাদেশ

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস
রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে লাগা আগুন চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।

সরজমিনে দেখা যায়, বস্তির মহাখালী অংশ থেকে বনানী অংশের দিকে আগুন নেভাতে নেভাতে এগোচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এই মুহূর্তে বনানী অংশে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

বস্তিবাসীরা অভিযোগ করে বলেন, ‘আগুন নেভাতে আমরা হেলিকপ্টার চাইছি কিন্তু কেউ পাঠাচ্ছে না। গরিব বলে কি আমাদের অবহেলা করা হচ্ছে?’
 তারা আরও বলেন, ‘আন্দোলনের সময় তো হেলিকপ্টার থাকে, আজ কেন নেই?’

এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি রাতে একই বস্তিতে আগুন লাগে। সে দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ৬১টি ঘর পুড়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও কড়াইল বস্তিতে আরেকটি বড় অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে। নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।