বাংলাদেশ

৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তনের দাবিতে প্রার্থীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র এক দিন বাকি থাকলেও আন্দোলনকারীরা আজ বুধবার দুপুর ১২টার দিকে আবারও যমুনা অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন। শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে মিছিল যমুনার উদ্দেশে অগ্রসর হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী প্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানালেও তা উপেক্ষা করা হয়েছে। বরং গতকাল পুলিশের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তা সত্ত্বেও তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা আজকের কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি জানাতে পারেন। তবে কোন দলের নেতারা থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

গতকাল মঙ্গলবার যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগ এলাকায় পুলিশ আটকে দেয়। এ ঘটনায় দুই দফা সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন বলে আন্দোলনকারীদের দাবি। শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ আটটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষা শুরুর আগের দিনও আন্দোলন চলমান থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রার্থীদের দাবি, প্রস্তুতির জন্য আরো সময় জরুরি। তবে এখন পর্যন্ত সরকারি বা কমিশনের পক্ষ থেকে পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়ে কোনো সিদ্ধান্ত বা বিবৃতি পাওয়া যায়নি।