বাংলাদেশ

১৩ ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল দেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
১৩ ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপল দেশ
দেশের বিভিন্ন এলাকায় মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্বল্পসময়ে এমন ঘন ঘন কম্পনে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু থেকে মাঝারি, তবুও অনেকেই নিরাপত্তার কারণে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ৩টার কিছু পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত তিন দফা কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রতিটির মাত্রাই ছিল হালকা বা মাঝারি পর্যায়ের।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

তিনি জানান, কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬, আর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার ভূপৃষ্ঠের নিচে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)–ও একই মাত্রা ও গভীরতার তথ্য দিয়েছে।

এর আগে ২২ ও ২৩ নভেম্বর দুই দিনে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটি ঢাকা অঞ্চল।
 ২১ নভেম্বর শুক্রবার একটি এবং পরদিন ২২ নভেম্বর শনিবার তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

স্বল্পসময়ে ছয়বারের মতো ভূমিকম্প হওয়ার ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভূতাত্ত্বিক স্থিতিশীলতা, বিশেষ করে ঢাকার আশপাশের ফল্টলাইন সক্রিয়তা নিয়ে নতুনভাবে আলোচনা তৈরি হয়েছে।

তবে কর্তৃপক্ষ বলছে, আপাতত বড় কোনো ঝুঁকি নেই, তবুও সতর্ক থাকা উচিত।