রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগার পর পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা তৎপর চেষ্টার পর মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম খুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনের সূত্রপাত বিকেল সাড়ে ৫টার দিকে কড়াইল বস্তির বউবাজার এলাকার কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লকে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সঙ্গে সঙ্গে কাজ শুরু করে, পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়।
আগুনের তীব্রতা ও বিস্তারের কারণে স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। বউবাজার, কুমিল্লা পট্টি, বরিশাল পট্টি ও ‘ক’ ব্লকের শতাধিক পরিবার খামারবাড়ি (ঈদগাহ) মাঠ, এরশাদ স্কুলমাঠ ও মহাখালী টিঅ্যান্ডটি মাঠে অবস্থান করছেন। মালপত্র, আসবাব ও প্রয়োজনীয় জিনিস নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা।
অটোরিকশাচালক রবিন শেখ জানান, আগুনের কারণে তাদের ঘর পুড়ে যেতে পারে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে যাওয়ায় পরিবারের কেউ বড় কিছু নিয়ে বের হতে পারেননি। তাঁর স্ত্রী নুরেনা বেগম জানান, আগুন শুরু হয় বরিশাল পট্টি থেকে, যা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
আগুন লাগার অংশের আশপাশে পুলিশ ও আনসার সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন। আবদুর রহিম নামের একজন স্থানীয় জানান, অনেক পরিবার আতঙ্কিত হয়ে নিরাপদ জায়গায় চলে গেছেন। ঘর ফাঁকা থাকায় কেউ মালপত্র চুরি করতে না পারে, তা নিশ্চিত করার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।