ইন্ট্রা ডিএস ফুটসালে টানা তৃতীয়বারে মতো চ্যাম্পিয়ন “ডিএস'২০ ব্যাচ”
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
টানা তৃতীয়বারের মতো আন্তঃ ডেভেলপমেন্ট স্টাডিজ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিইউপি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০ তম ব্যাচ।
এ নিয়ে তিনবারের আসরে টানা তিনবারেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তাহসিন সাদাতের দল।
গতকাল মঙ্গলবার ১৫ই আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফুটসাল গ্রাউন্ডে বেলা সাড়ে বারোটায় শুরু হয় এ ফুটসাল টুর্নামেন্ট। গত আসর গুলোতে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ডিএস’১৮ ও ডিএস’১৯ ব্যাচের কাঁধে থাকলেও এবারের আয়োজনের পুরো দায়িত্ব সামলেছে ডিএস’২০ ব্যাচ।
ফুটসাল টুর্নামেন্টকে কেন্দ্র করে এ যেন এক বিইউপি ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিলো পুরো ফুটসাল গ্রাউন্ড। এলামনাই থেকে শুরু করে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেওয়া শিক্ষার্থীরা সবাই এক ছাদের নিচে বসে উপভোগ করেছেন পুরো টুর্নামেন্টটি।
এলামনাই থেকে একটি দল ছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজে অধ্যয়নরত বর্তমানে বিভিন্ন ব্যাচের ৫ দল সহ মোট ৬ দলের অংশগ্রহণে এবারের “ইন্ট্রা ডিএস ফুটসাল ৩.০” অনুষ্ঠিত হয়।
গ্রুপ পর্বের খেলায় ডিএস’২১ ও ডিএস’২২ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হওয়ার বাকি চার দল নিয়ে খেলা গড়ায় সেমি ফাইনালে।
প্রথম সেমিফাইনালে নবাগত ডিএস’২৩ কে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ডিএস’২০ ব্যাচ। অপর সেমিফাইনালে মুখোমুখি হয় ডিএস এলামনাই বনাম ডিএস’১৯ ব্যাচ। দুই অর্ধে কোনো গোল না আসায় খেলা গড়ায় ট্রাইবেকারে। নানা নাটকীয়তার পর ৩-২ গোলের ব্যাবধানে ডিএস’১৯ কে হারিয়ে ফাইনালে উঠে ডিএস এলামনাই ব্যাচ।
ফাইনালকে ঘিরে তৈরি হয় অন্যরকম এক উত্তেজনা। এর মাঝে বৃষ্টি এসে মাঠের উত্তাপ যেন আরো বাড়িয়ে দেয়। এবারের ফাইনাল ম্যাচটি ছিলো ডিএস’২০ ব্যাচের কাছে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। অপরদিকে এলামনাই ব্যাচের কাছে সেটি ছিলো প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ।
টানটান পূর্ণ ফাইনাল ম্যাচেও নির্ধারিত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে শিরোপা নির্ধারণ করা হয়। টাইব্রেকারে ২-১ গোলে এলামনাই ব্যাচকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপ ঘরে রেখে দেয় ডিএস’২০ ব্যাচ।
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলোয়াড় শৈলী দেখানোর জন্য টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন এলামনাই ব্যাচের ইব্রাহিম দাউদ আবির। ফাইনালে দুর্দান্ত গোলে শিরোপা জিতিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন নাহিদ হাসান। সেই সাথে সেরা গোলকিপার নির্বাচিত হন সোহেল সাদ।
উল্লেখ্য, প্রতি বছরেই ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য আয়োজন করে থাকে আন্তঃ ব্যাচ ফুটসাল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে বর্তমান শিক্ষার্থী ছাড়াও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন। টুর্নামেন্টটি আয়োজনের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বিইউপি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও এলামনাইদের সাথে নেটওয়ার্কিং বৃদ্ধি করা।