আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে, দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়ায় বিলম্বিত হয় টস। নির্ধারিত সময় মাঠে গড়ায়নি খেলা-তবে দীর্ঘ অপেক্ষার পর মিলল সুখবর। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর কভার সরাতে শুরু করেন মাঠকর্মীরা। চেমসফোর্ডে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার করা হয়েছে।
আগে বোলিং করতে এসে শুরুতেই টাইগার অধিনায়ক বল হাতে তুলে দেন হাসন মাহামুদের হাতে। টাইগার পেসার অবশ্য তার আস্তার প্রমান দেন। প্রথম ওভারের পঞ্চম বলেই ব্রেকথ্রু এনে দেন এই পেসার। হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ইনসুইং ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন স্টার্লিং। বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা মুশফিকের হাতে। বাম দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন টাইগার উইকেটরক্ষক।
শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৫.১ ওভারে ১০ রান।