বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাগারে ছিলেন, নির্যাতিত হয়েছেন। গত দুদিন ধরে তিনি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তারদের ভাষ্যমতে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
তিনি আরও বলেন, আমরা দলের পক্ষ থেকে সারা দেশে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছিলাম। দেশের প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আজ নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।
দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।