কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকরা মশাল মিছিল করেছেন। রবিবার (২৩ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মিছিলটি সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আল্লারদর্গা বাজারে জড়ো হতে থাকেন জুয়েলের সমর্থক নেতাকর্মীরা। পরে হাতে জ্বালানো মশাল নিয়ে তারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা কুষ্টিয়া–১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং স্থানীয় জনঅসন্তোষের নানা দিক তুলে ধরেন।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। তিনি বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস ও অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়। তাই হাইকম্যান্ডের কাছে আমাদের দাবি—গণজরিপ করে যিনি জনমতের শীর্ষে থাকবেন, তাকেই মনোনয়ন দেওয়া হোক।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর এলাকায় যেসব ব্যক্তি দুর্নীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত, তাদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে শরিফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দিতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
মশাল মিছিলে বিভিন্ন শ্রেণি–পেশার শতাধিক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারী নেতারা এটিকে দৌলতপুরের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ গণআন্দোলনের সূচনা হিসেবে উল্লেখ করেন।
এদিকে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।