ফেনীতে জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে প্রথমে দুর্নীতি বন্ধ করা হবে এবং সকল ধর্মের মানুষ ও নারীর নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে। তিনি ভোটের মাধ্যমে জনগণকে জামায়াতকে একটি সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখার আহ্বানও জানান।
বুধবার (১২ নভেম্বর) বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি বলেন, নৌকা, লাঙ্গল, ধানের শীষ—সবই দেখা হয়ে গেছে; এবার ভোট দিয়ে দেখা হোক।
এটিএম আজহারুল অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনের সময় বড় পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করা হয়নি। তিনি আরও অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনদের অনেকে অনুপ্রবেশ ও অপকর্মে জড়িত থাকলেও যথাযথ শাস্তি হয়নি। এসব কথাই তিনি সভায় নানা উদাহরণ দিয়ে তুলে ধরেন। এসব বক্তব্য তিনি তার ব্যক্তিগত দাবী ও পর্যবেক্ষণ হিসেবে উপস্থাপন করেন।