বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক আদর্শ বা চেতনার ‘ব্যবসা’ যারাই করেন, তাদের পরিণতি কখনোই শুভ হয় না। তাঁর দাবি, দীর্ঘদিন মুক্তিযুদ্ধের একক চেতনার মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে আওয়ামী লীগ এখন “বিলুপ্তপ্রায় দল” হয়ে গেছে।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্রপ্রহরী’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।
সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যেন ২৪–এর ছাত্র গণ–অভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি না করেন। রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করেন, তাঁদের পরিণতি শুভ হয় না।
তিনি আরও বলেন, দেশের প্রত্যাশা পূরণে এমন রাজনৈতিক চর্চা প্রয়োজন, যা গণমানুষের স্বার্থকে অগ্রাধিকার দেয়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। ভবিষ্যতে যাঁরা রাষ্ট্র পরিচালনা করবেন—তাঁরা যেন জানেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের এই দেশে কোনো স্থান নেই। গণতন্ত্র হত্যা করলে পরিণতিও এ রকম হবে।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতি ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। সেই আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবেন না। ১৯৭১ এবং ১৯৪৭ সালে আপনারা জাতীয় আকাঙ্ক্ষার বিপক্ষে ছিলেন—এখনও যদি তা করেন, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করতে পারে।”
আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানকে তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগের মৃত্যু ঢাকায় আর দাফন দিল্লিতে হয়েছে। তারা কখনো গণতান্ত্রিক দল ছিল না—একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল; গণতন্ত্রের মুখোশ পরে চলত।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ইশরাক হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি মিছিল বের করা হয়।