রাজনীতি

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এবং বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, শাহে আলম মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ছয়টি হত্যা মামলা রয়েছে। মুরাদ ৫ আগস্টের ঘটনার পর থেকে পলাতক ছিলেন, যেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়। সেই ঘটনার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে পলাতক ও আত্মগোপনে চলে যান।
এছাড়া, ৬ এপ্রিল, শাহে আলম মুরাদের নেতৃত্বে রাজধানীতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছিল, যা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছিল। ওই মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছিল।