রাজনীতি

বিজয় শোভাযাত্রায় সৃষ্টি হওয়া দুর্ভোগে দুঃখপ্রকাশ বিএনপির

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
বিজয় শোভাযাত্রায় সৃষ্টি হওয়া দুর্ভোগে দুঃখপ্রকাশ বিএনপির
গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির ফলে রাজধানীতে সৃষ্টি হওয়া যানজট এবং নাগরিক ভোগান্তির কারণে দলটি আন্তরিক দুঃখ ও দায়িত্ববোধ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক লিখিত বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "বিজয় শোভাযাত্রা উপলক্ষে রাজধানীবাসীর অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ পর্যন্ত বিস্তৃত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, ফলে জনসাধারণকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়।
শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।