রাজনীতি

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১১ সেপ্টেম্বর, চুনারুঘাট থানায় এই মামলাটি দায়ের করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন।
মামলায় ব্যারিস্টার সুমনসহ ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার ঢলের ওপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়, যার ফলে অনেকে গুরুতর আহত হন। মামলাটির তদন্ত চলছে বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানিয়েছেন।