ম্যাচিং পোশাকে বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ নিত্য-নৈমন্তিক ব্যাপার ছিল,আত্মগোপনে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের।শুক্রবার(০৬সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তুলেন তাঁদেরকে নিয়ে।
এতে দেখা যায়,নেটিজেনরা বিভিন্ন ধরনের হাস্যরসাত্মক কথা বার্তা বলছেন । অনেকে তাদের দেওয়া ফেসবুক পোস্টে লিখেন,'সাদা সাদা-কালা কালা' ম্যাচিং পোশাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই অভিভাবক সুখে-দুঃখে সর্বদা একে অপরের সাথে থাকতেন।দু'জনে রঙের করে ড্রেস পড়তেন, একই ডাবে দুটি নল ঢুকিয়ে একসাথে পান করতেন (গার্লফ্রেন্ড-ব্য়ফ্রেন্ডের মতো আরকি), নামাজ শেষে কোলাকুলি করতেন ইত্যাদি ইত্যাদি।
তাদের দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। কোনো ধরনের প্রতিহিংসা তাদের স্পর্শও করতে পারেনি। আজকের জুম্মার দিনে নেটিজেনরা তাদেরকে মিস করছেন লিখে হাহা ইমুজি ব্যবহার করেছেন।