রাজনীতি

নৌকার প্রার্থী হতে চান আইজিপির ভাই, নিলেন আ. লীগের মনোনয়ন ফরম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
নৌকার প্রার্থী হতে চান আইজিপির ভাই, নিলেন আ. লীগের মনোনয়ন ফরম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাই।

ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন রোববার (১৯ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম নেন। চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথ সূত্রে এ তথ্য জানা গেছে।

আইজিপির ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য।

একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তও। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী।

এদিকে, মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১৮০টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। গতকাল শনিবার প্রথম দিনে মনোনয়ন ফরম বিক্রি করা হয় ১ হাজার ৭৪টি। তাতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে গুণতে হচ্ছে ৫০ হাজার টাকা।