রাজনীতি

দ্বিতীয় দিনে ১২১২ মনোনয়ন ফরম বিক্রি আ. লীগের, আয় ৬ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
দ্বিতীয় দিনে ১২১২ মনোনয়ন ফরম বিক্রি আ. লীগের, আয় ৬ কোটির বেশি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আবেদন ফরম বিক্রি করেছে দলটি। এর মধ্যে সরাসরি সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১৮০টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববারও (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি করা হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম জমা ও বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিনই সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

গতকাল শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ-৩ আসনের নেতারা। এদিন ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। তাতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে গুণতে হচ্ছে ৫০ হাজার টাকা।

এদিকে, নেতাকর্মীদের পদচারণায় দ্বিতীয় দিনও মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা।