রাজনীতি

যুক্তরাষ্ট্রে মায়ের জন্মদিন উদযাপন, ফেসবুকে ছবি শেয়ার করলেন জয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
যুক্তরাষ্ট্রে মায়ের জন্মদিন উদযাপন, ফেসবুকে ছবি শেয়ার করলেন জয়
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিন উদযাপন করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের জন্মদিন উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন সজীব ওয়াজেদ জয়। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ৭৭-এ পাঁ দেন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত জানিয়েছিলেন, সজীব ওয়াজেদ জয় তার যুক্তরাষ্ট্রের বাসায় রয়েছেন। বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী গত বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে, সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই। কারণ তাকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা ও মিথ্যাচারের আবর্তে।

মোহাম্মদ এ আরাফাত আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহুর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায়ই অবস্থান করছেন। নিজের বাসায় জয় তার মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন।