বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, এবার নির্বাচনে জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে জোট গঠনের কোনো পরিকল্পনা নেই। বরং আন্দোলনে অংশগ্রহণকারী ছোট দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়েই তারা মনোযোগী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনা এখনো চালু রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে, তবে নির্বাচন পদ্ধতিতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা বিএনপি মেনে নেবে না। এই ব্যবস্থায় জনমত সঠিকভাবে প্রতিফলিত হয় না এবং এটি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে এমন একটি কাঠামো দরকার, যেখানে জনগণ সরাসরি প্রার্থীকে ভোট দিতে পারে।
তিনি পিআর ব্যবস্থাকে অগণতান্ত্রিক ও জনগণের রায়ের বিরুদ্ধে বলে উল্লেখ করেন। পাশাপাশি আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী শক্তি’ আখ্যা দিয়ে বলেন, তাদের ইতিহাসে গণতন্ত্র চর্চার কোনো নজির নেই।