জাতীয় পার্টি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়া তাদের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই শনিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে। শুক্রবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ ঘোষণা দেন। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির কাকরাইল কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
জিএম কাদের সংবাদ সম্মেলনে বলেন, “আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামীকালই (শনিবার) সমাবেশ হবে।” তিনি আরও জানান, জাতীয় পার্টিকে ধ্বংস করার পেছনে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র রয়েছে। তিনি কারো নাম উল্লেখ না করলেও বলেন যে এই দলটি জাতীয় পার্টির ভোট ব্যাংককে নিজেদের দিকেই নিয়ে যেতে চায়। তবে জিএম কাদের দাবি করেন, জাতীয় পার্টি যদি ধ্বংস হয়, তাহলে এই ভোটের বেশিরভাগ বিএনপির দিকে যাবে এবং কিছু জামায়াতের পক্ষে যাবে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, শনিবারের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনের মূল উদ্দেশ্য হলো দলের নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রতি দাবি জানানো। সমাবেশটি দুপুর ২টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতির দায়িত্বে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান।
জাতীয় পার্টি এই সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন এবং বিরোধী পক্ষের প্রতি দৃঢ় বার্তা দেওয়ার চেষ্টা করছে।