রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি থাকা উচিত নয় পাবনায় পথসভায় নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি থাকা উচিত নয় পাবনায় পথসভায় নাহিদ ইসলাম
পাবনার শহীদ চত্বরে ৭ জুলাই রাত ১১টায় অনুষ্ঠিত জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, “বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতিকে সরাতে ভয় পেয়েছে।” তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা এবং বর্তমান রাষ্ট্রপতি উভয়ের পদত্যাগ এখন গণআন্দোলনের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমাদের রাষ্ট্রীয় সংস্কার দরকার— মিডিয়া, পুলিশ, আমলাতন্ত্র, সেনাবাহিনী সবখানে। নতুন সংবিধান ছাড়া বাংলাদেশের সামনে এগোনো সম্ভব নয়।” তিনি দাবি করেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের দেয়ালে আঁকা গ্রাফিতির মধ্য দিয়েই একটি নতুন সংবিধানের রূপরেখা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, “পাবনায় এসে আমরা শেখ হাসিনার উন্নয়নের বাস্তব চিত্র দেখেছি— রাস্তাঘাটের বেহাল দশা তারই প্রমাণ।” আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবিতে জনসভা আয়োজনের কথাও জানান তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, ও যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার।
বিকেল থেকেই বৃষ্টি উপেক্ষা করে পাবনার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ চত্বরে জড়ো হন স্থানীয় জনগণ ও আন্দোলনের সমর্থকরা। মঞ্চ হিসেবে ব্যবহৃত মিনিট্রাকে দাঁড়িয়ে নেতারা বক্তব্য রাখেন এবং পাবনাবাসীর সামনে নতুন রাষ্ট্রের স্বপ্নের রূপরেখা উপস্থাপন করেন।