জাতীয়

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস; মায়ের অসন্তোষ

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১৭ মে, ২০২৫
আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস; মায়ের অসন্তোষ
মাগুরায় ৮ বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু মামলার অন্য তিন আসামি—সজীব শেখ, রাতুল শেখ ও রোকেয়া বেগম খালাস পেয়ে গেছেন। এ রায়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা ও মামলার বাদী আয়েশা বেগম। তিনি বলেন, “হিটুর ফাঁসির রায় হলেও অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ রায় আমরা মেনে নিতে পারছি না।
শনিবার (১৭ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চ আদালতে আপিলের বিষয়টি বিবেচনা করা হবে।
ঘটনাটি ঘটে ৬ মার্চ, শ্রীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। এরপর সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৩ মার্চ ঢাকার সিএমএইচ-এ মারা যায় সে।
মামলার চার আসামির মধ্যে হিটু শেখ ছিলেন শিশুটির বড় বোনের শ্বশুর, বাকি তিনজন একই পরিবারের সদস্য। মামলার তদন্ত শেষ করে ১৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়ে মাত্র ১২ কার্যদিবসে ২৯ জন সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মামলার রায় ঘোষণা করা হয়।
আছিয়ার পরিবারের দাবি, সব আসামির কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্তি পাবে না। পুরো দেশব্যাপী এই মামলার রায় নিয়ে চলছে আলোচনা ও বিতর্ক।