গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রংপুর বিভাগসহ দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে,সোমবার (৩০ সেপ্টেম্বর) তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়ায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি কমতে শুরু করেছে। অপরদিকে ধরলা নদীর পানি অপরিবর্তিত আছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় গতকাল সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করছে। এছাড়াও অন্যান্য নদ-নদীর পানিও কমছে। তাই আশা করা যাচ্ছে দ্রুত চলমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে,কারণ নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভবনা নেই।
এর আগে গত গত শনিবার দুপুর থেকে তিস্তার পানিতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের দুটি ওয়ার্ডের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গতকাল রোববার দিনভর পানিবন্দী জীবন যাপন করলেও রাত থেকে পানি কমতে শুরু করে। আজ সকালের পর বেশির ভাগ বসতভিটা থেকে পানি নেমে যায় বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে।