সারা দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মগোষ্ঠীর পক্ষে দাঁড়ানো এবং আক্রমণকারীদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সারা দেশে ভাস্কর্য ভাঙার তদন্ত ও এমন হীন কার্যকলাপ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রসঙ্গত, গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ আগামীকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিল্পী-সংস্কৃতিকর্মীদের একটি সমাবেশের আয়োজন করেছে।
গণহত্যা ও নিপীড়নবিরোধী কার্যকলাপ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পী সমাজ’ নামের একটি সংগঠন। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি সারা দেশে ভাস্কর্য ভাঙার ঘটনার তদন্ত ও এ ধরনের ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানায়।