সরকারের মন্ত্রিসভা থেকে টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগকারীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
একইসঙ্গে সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের পদত্যাগের কথা জানা যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকলীন সরকারে অর্থাৎ তফসিল ঘোষণার পর মন্ত্রিসভায় কোনো টেকনোক্র্যাট মন্ত্রী-উপদেষ্টা থাকবে না, এটিই নিয়ম।
উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগেও টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন। তবে সেবার তফসিলের আগেই তারা পদত্যাগ করেছিলেন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর চারদিনের মাথায় তারা পদত্যাগপত্র জমা দিলেন। তাতে মন্ত্রিসভার সদস্য ৪৮ থেকে ৪৫-এ দাঁড়ালো।