বিএনপি নিজেরাই তাদের অফিসে (নয়াপল্টন) তালা মেরে রেখেছে। অফিসে ঢুকতে চাইলে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তালা মেরে রাখা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ মন্তব্য করেন তিনি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধদের দেখতে সেখানে গিয়েছিলেন পুলিশের এ কর্মকর্তা।
এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার আরও বলেন, বিএনপি যেকোনো সময় তাদের কার্যালয়ে আসতে পারবে। তবে নিরাপত্তার জন্য পুলিশ সেখানে মোতায়েন থাকবে। সারা বছরই পুলিশ থাকে।
বাসে আগুন দেয়া রুখে দিতে শুধু পুলিশ একাই দায়িত্ব পালন করলে হবে না জানিয়ে হাবিবুর রহমান বলেছেন, সবাইকে একসঙ্গে এগিয়ে এসে অগ্নিসন্ত্রাস বন্ধ করতে হবে।