জাতীয়

কমল সয়াবিন তেলের দাম, বহাল থাকবে ঈদ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২০ মার্চ, ২০২২
কমল সয়াবিন তেলের দাম, বহাল থাকবে ঈদ পর্যন্ত

ভোজ্যতেল সয়াবিনের দামের উর্দ্ধগতিতে দিশেহারা সাধারণ জনগণের জন্য স্বস্তির খবর জানিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটারে ৮ টাকা কমানো হয়েছে পণ্যটির দাম। অর্থাৎ নতুন দাম অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল এখন থেকে মিলবে ১৬০ টাকায়।


রোববার (২০ মার্চ) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তেল আমদানিকারক ও রিফাইনারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি তিনি জানান, আজকে তেল রিফাইনারি ও আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। নতুন দাম প্রতি লিটার বোতলজাত তেল ১৬০ টাকা, ৫ লিটার বোতলজাত তেল ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম আগামী ২২ তারিখে নির্ধারণ করা হবে বলে জানান তপন কান্তি বাণিজ্যসচিব আরও বলেন,সোমবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এই দাম বহাল থাকবে। ঈদ পর্যন্ত সরবরাহে ঘাটতি হওয়ার কথা নয়। তেল পাওয়া যাচ্ছে না, এটা হয়তো ৮-১০ দিন আগে ছিল। তেল যথেষ্ট এসেছে। গত তিনদিন আগেও ৭৫ হাজার টন তেল এসেছে চট্টগ্রাম বন্দরে। আমার জানা মতে এখন তেলের সংকট নতিনি জানান, তেলের দামের বিষয়ে আমাদের তদারকি থাকবে এবং রমজান মাস সামনে রেখে আমরা তদারকি আরও বাড়িয়েছি। তেলের ভ্যাট কমানোর কারণে আমরা আজকে দাম অনেকটা কমাতে পারলাম। আন্তর্জাতিক বাজারে দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছিল। ইদানীং একটু কমেছে।েই।

ঘোষ।

ঘোষ।