জাতীয়

কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুদ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুদ, জরিমানা

খুলনা জেলার তিনটি প্রতিষ্ঠানে ৭২ মেট্রিক টন সয়াবিন তেল মজুদ করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


মূলত বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করতে এবং অধিক মুনাফার আশায় তেল মজুদ করেছিল প্রতিষ্ঠানগুলো।


১২ মে (বৃহষ্পতিবার) খুলনার বড় বাজারে র‌্যাব এবং জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং র‌্যাব-৬ এর এসপি আল আসাদ বিন মাহফুজ।


দেবাশীষ বসাক বলেন, বাজারের তিনটি গুদামে সর্বমোট ৭২ টন সয়াবিন তেল মজুদ করা হয়েছে। যার কারণে সোনালী এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা, সাহা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, এবং রণজিত বিশ্বাস এন্ড সন্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


র‌্যাব-৬ এর পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এই প্রতিষ্ঠানগুলোতে তেল মজুদ রয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম সংকট তৈরি করা এবং অতিরিক্ত মুনাফা করা। আমরা তাদের এ ভুল কাজের জন্য জরিমানা করেছি এবং যাতে এ ধরণের কাজ না করে এ জন্য সতর্ক করেছি। বাজার নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান চলমান থাকবে।