আন্তর্জাতিক

হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কেনো গুরুত্ব দিচ্ছে না ভারত?

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কেনো গুরুত্ব দিচ্ছে না ভারত?
ভারত সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধে খুব একটা সাড়া দিচ্ছে না। গত ২৩ ডিসেম্বর ঢাকার ভারতীয় দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটি ‘নোট ভার্বাল’ দিল্লিতে পাঠানো হয়। এটি একটি কূটনৈতিক যোগাযোগ মাধ্যম, যেখানে প্রেরকের স্বাক্ষর থাকে না। কিন্তু এই অনুরোধকে দিল্লি গুরুত্ব দিচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
ভারত মনে করছে, বাংলাদেশ সরকার এই অনুরোধকে যথেষ্ট গুরুত্ব দিয়ে উপস্থাপন করেনি। তারা একটি চার্জশিট বা বিস্তারিত প্রমাণসহ অভিযোগ পেশ করেনি। বরং এটি যেন দায়সারা একটি পদক্ষেপ। বিশেষজ্ঞরা মনে করেন, নোট ভার্বালের মাধ্যমে শুধুমাত্র জনমনে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, বল এখন ভারতের কোর্টে।
ভারত মনে করছে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, রাজনৈতিক উদ্দেশ্যে অভিযুক্ত কাউকে ফেরত দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের অনুরোধে জোরালো প্রমাণের অভাব থাকায় ভারত বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, নোট ভার্বালের চেয়ে লেটার রোগেটরি অনেক বেশি কার্যকর হতো। এটি আদালতের মাধ্যমে প্রমাণাদি পাঠানোর একটি পদ্ধতি। কিন্তু বাংলাদেশ এখনো এই প্রক্রিয়া শুরু করেনি।
ভারতীয় কর্মকর্তারা মনে করেন, শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশ ছাড়েন। ৫ আগস্ট তিনি বাংলাদেশ সামরিক বিমানে করে ভারতে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী পরে জানান, বাংলাদেশ সেনাবাহিনী এই ফ্লাইটের জন্য আগাম অনুমতি চেয়েছিল। এখন একই রাষ্ট্রের আরেকটি বিভাগ তাকে ফেরত চাইছে, যা ভারতীয় দৃষ্টিতে স্ববিরোধী।
বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা ক্ষীণ। ভারত মনে করছে, বাংলাদেশ সরকার পুরো প্রক্রিয়াটি দৃঢ়তার সঙ্গে পরিচালনা করেনি। এ ছাড়া রাজনৈতিক চরিত্রের অভিযোগ থাকায় ভারত কোনো পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত।