মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন, এক বিস্ফোরক পরিস্থিতির কারণে যা জেন-জি আন্দোলনের অংশভূক্ত ছেলেমেয়েদের নেতৃত্বে দেশজুড়ে গতিশীল ও দমনের চেষ্টা করা বিক্ষোভের সাক্ষী হিসেবে পরিচিত। আইনজীবী প্রকাশ সিওয়ালের মাধ্যমে পদত্যাগের তথ্য নিশ্চিত হয়েছে।
বিক্ষোভের প্রেক্ষাপট: সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারী নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে গজিয়ে ওঠা তরুণদের অসন্তোষ ‘জেন-জি’ আন্দোলনে রূপ নেয়। সোমবার পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত ও সশস্ত্র সংঘর্ষ হয়।
সংকট লাগামহীন: কারফিউ অমান্য করে আন্দোলন চলতে থাকে; সমরাস্ত্র এবং তীব্র প্রতিরোধের মুখে রাজধানী জর্জরিত হয়। উল্টো দুপুরেই সরকার সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।