ভারতের ভিস্তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বোমা আতঙ্কের কারণে তুরস্কে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্ট যাচ্ছিল এবং এরজুরুম শহরে নিরাপদে অবতরণ করা হয়।
তল্লাশি শেষে জানা গেছে, বিমানে কোন বোমা ছিল না এবং আতঙ্কের ভিত্তি ছিল না। উড়োজাহাজের একটি শৌচাগারে একটি কাগজে বোমা রাখার হুমকি লেখা ছিল, যা দেখে তল্লাশি চালানো হয়। ২৩৪ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তল্লাশি শেষ হওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভিস্তারা কর্তৃপক্ষ জানিয়েছে, আটকেপড়া যাত্রীদের ফ্রাঙ্কফুর্টে নিয়ে যেতে বিকল্প উড়োজাহাজ পাঠানো হবে। সব কিছু ঠিক থাকলে শনিবার দুপুরে উড়োজাহাজটি ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করবে।