আন্তর্জাতিক

জিমে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
জিমে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক
শারীরিক ভাবে ফিটনেস ধরে রাখতে বর্তমান প্রজন্মের কাছে জিমে যাওয়া একটি সাধারণ বিষয় । কিন্তু অনেকে জিমে গেলেও খাদ্যাভাস ঠিক মতো মানেন না। এতে দেখা দিতে পারে বড় বিপত্তি।

ভারতের উত্তর প্রদেশের ভারানাসিতে একটি জিমে হঠাৎ করেই ৩২ বছর বয়সী এক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন। ব্যক্তিটি  জিমের মধ্যে তার আসনে মাথায় হাত দিয়ে বসে ছিলেন। তখন তিনি প্রচণ্ড মাথা ব্যাথায় ভুগছিলেন বলে জানা গেছে। 

সিসিটিভির ফুটেজে ধারণ করা ভিডিও পর্যালোচনা,৩২ বছর বয়সী যুবক মাথায় হাত দিয়ে তার আসনে বসার এক পর্যায়ে হঠাৎ করে পড়ে যান তিনি। পরে আশেপাশে থাকা ব্যক্তিরা তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। কেউ তাকে পানি পান করার চেষ্টা করেন আবার কেউ একজন তাকে চেয়ারে বসানোর চেষ্টা করেন।

দীপক গুপ্তা নামের ওই ব্যক্তি দীর্ঘ ১০ বছর ধরে জিমে করছেন । কিন্তু গতকাল জিমে বসে হঠাৎ পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে জানতে মেডিকেল রিপোর্টের অপেক্ষা করতে হবে।