আন্তর্জাতিক

দশ পিস সোনার বিস্কুটসহ ধৃত পাচারকারী পাশাপাশি গ্রেপ্তার আরও দুই অনুপ্রবেশকারী

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
 দশ পিস সোনার বিস্কুটসহ ধৃত পাচারকারী পাশাপাশি গ্রেপ্তার আরও দুই অনুপ্রবেশকারী
হাসানুজ্জামান কলকাতা: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সরুপনগর এর কৈজুরী পঞ্চায়েতের কাবাড্ডা সীমান্ত থেকে দশ পিস সোনার বিস্কুট সহ গ্রেপ্তার পাচারকারী। বিএসএফ সূত্রে জানা যায় ওই ১০ পিচ সোনার বিস্কুটের ওজন ১১১৮, ৩৫ গ্রাম যার বাজার মূল্য ৭৮, ২ লক্ষ টাকা। ১০২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা সরুপনগর এর কৈজুরী পঞ্চায়েতের গাবদা সীমান্ত থেকে দশ পিস সোনার বিস্কুট সহ হাতেনাতে পাকড়াও করে  পরিতোষ ব্যানার্জি নামে ওই পাচারকারীকে ওই ১০ পিস সোনার বিস্কুট ও ধৃত পাথরকারী কে তেতুলিয়া শুদ্ধ দপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের ১০২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রকি বাহিনী। জানাজায় ধৃত পাচারকারীর নাম পরিতোষ ব্যানার্জি, বয়স আনুমানিক ৪৫ বছর, তার বাড়ি স্বরূপনগর কৈজুরী গ্রাম পঞ্চায়েতে ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে দুই বাংলাদেশি সহ তিন অভিযুক্ত কে গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠাল স্বরূপনগর থানার পুলিশ৷ পুলিশ সূত্রে জানা যায় পপি আক্তার তার বাড়ি ঢাকা জেলায় সাথে আজিজুল গাজি সাতক্ষীরা জেলার বাসিন্দা ।তারা হাকিমপুর বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে যাতায়াত করার সময় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ এর পর কোন বৈধ প্রমাণ না পাওয়ায় গতকাল রাত্রে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের কে গ্রেপ্তার করে৷অন্যদিকে নারায়ণ বিশ্বাস কে বধূ নির্যাতন মামলায় পুলিশ তাকে খুঁজছিল সে পুলিশের নজর এড়াতে ভিন রাজ্যে বসবাস করছিল ৷সেবাড়ীতে ফিরেছে গোপন সংবাদের সূত্র ধরে গতকাল রাত্রে তার নিজের বাড়ি থেকেই পুলিশ গ্রেফতার করে তার নাম নারায়ণ বিশ্বাস বাড়ি বাংলা নি পঞ্চায়েত এলাকায় ৷ আজ সকালে এক আজ সকালে একই সাথে ওই তিন অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য৷