হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো এলাকায় একটি ৩১ তলা আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সটিতে আগুন লাগার খবর পায় স্থানীয় ফায়ার সার্ভিস। আটটি ব্লক নিয়ে গঠিত এই বিশাল কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে।
খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর পাশাপাশি ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান শুরু করে।
হংকং সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা সাতজনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন।
সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে পুলিশ জানিয়েছে, জ্বলন্ত কয়েকটি ভবনের ভেতরে এখনও কয়েকজন আটকা রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দমকলবাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পুরো কমপ্লেক্সের নিচে সারি সারি ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, হংকং এমন কয়েকটি দেশের একটি, যেখানে এখনো বহুতল ভবন নির্মাণে ব্যাপকভাবে বাঁশের মাচা ব্যবহার করা হয়। আগুনের কারণে তাই পো রোডের একটি বড় অংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হংকং পরিবহন বিভাগ। যান চলাচল অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।