ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’ তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১২৭ জন। ঝড়ে দেশটির সেবু প্রদেশসহ বিস্তীর্ণ এলাকা বন্যায় বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিপর্যয়ের মুখে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস জানায়, প্রথমে ১১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হলেও পরে সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ আরও ২৮ জনের মৃত্যু নিশ্চিত করে। এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ৫ লাখ ৬০ হাজারের বেশি বাস্তুচ্যুত।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নজিরবিহীন এই বন্যায় গাড়ি, নদীতীরের ঘরবাড়ি, এমনকি জাহাজের কন্টেইনার পর্যন্ত ভেসে গেছে। সড়ক ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ-প্রতিক্রিয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরেকটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় “সুপার টাইফুনে” পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যা আগামী সপ্তাহের শুরুতেই উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে।