আন্তর্জাতিক

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাস গৃহবন্দীদের মুক্তি চুক্তি মেনে নিক—আমেরিকার উদ্যোগ

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাস গৃহবন্দীদের মুক্তি চুক্তি মেনে নিক—আমেরিকার উদ্যোগ
রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সামাজিক মাধ্যমে লিখেছেন, “ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে; এখন সময় এসেছে হামাসকেও গ্রহণ করার।” এই লেখায় তিনি হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ জানিয়েছিলেন, পরবর্তী কোনো সতর্কবার্তা থাকছে না। 
এরপর সাংবাদিকদের জানান, “গাজায় একটি সমঝোতা সম্ভাবনাময় সময়ের মধ্যে সম্ভব হতে পারে। শিগগিরই খবর জানানো হবে।”

এর আগে, ট্রাম্পের প্রয়োজনে ইসরায়েলের অন্যতম সংবাদমাধ্যম ‘N12 News’ বলেছে—নতুন প্রস্তাবে হামাসকে আটকে থাকা ৪৮ জন বন্দিকে প্রথম দিনে মুক্তি দিতে হবে; পাল্টা হিসেবে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনি গ্রেপ্তারকৃত বন্দি ছেড়ে দিতে পারে এবং যুদ্ধবিরতির আলোচনার সূচনা হবে। এতে ইসরায়েল ইতোমধ্যে “গম্ভীরতার সাথে” আপত্তি করছে বলে জানা যায়।

এই রায় বা সমঝোতার পরবর্তীতে গাজায় মানবিক অবস্থা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হবে—তার দিকে নজর রাখা জরুরি।