আন্তর্জাতিক

সংকট সমাধানে আবারও রুশ-ইউক্রেন বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
সংকট সমাধানে আবারও রুশ-ইউক্রেন বৈঠক

রুশ প্রতিপক্ষের সঙ্গে শান্তিু চুক্তি আলোচনার জন্য ইতোমধ্যেই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল।


তুর্কি প্রেসিডেন্ট বিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আয়োজনে মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা হয়েছে।


তুরস্ক সফররত ইউক্রেনীয় প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কর্মকর্তা মিখাইল পোডোলিয়াক।


উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জানিয়েছে, তাদের শীর্ষ অগ্রাধিকার হলো একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা, যদিও এটি সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

দুই সপ্তাহের বেশি সময়ের পর আবারো মুখোমুখী হচ্ছে ইউক্রেন রাশিয়া প্রতিনিধিদল। এ আগেও কয়েক দফা শান্তি আলোচনার হলেও তেমন কোন অগ্রগতির পথে হাঁটতে পারেনি প্রতিনিধিরা।


তবে, রাশিয়া বলছে, বৈঠকটি ফলপ্রসূ করতে হলে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত হওয়ার যে কোন ধরণের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। অবশ্য ইতিমধ্যে এ বিষয়ে আপোষের ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। 


অন্য একটি সূত্র বলছে, এই বৈঠকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ভাগ্য, সেই সঙ্গে ২০১৪ সালে রাশিয়া কর্তৃক দখলীকৃত ক্রিমিয়া নিয়ে আলোচনা হতে পারে।