আন্তর্জাতিক

ফিলিস্তিন ও ইসরায়েলে উত্তেজনা বন্ধের আহ্বান রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
ফিলিস্তিন ও ইসরায়েলে উত্তেজনা বন্ধের আহ্বান রাশিয়ার
পবিত্র রমজান মাসে এরইমাঝে দুই দফায় মসজিদ আল-আকসায় প্রাঙ্গণে অভিযান চালিয়েছে ইসরাইয়েলি পুলিশ। তাদের এই অভিযান কেন্দ্র করে ইসরাইয়েল পুলিশ এবং ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। 

এর প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলে রকেট ছোড়ার ঘটনা ঘটে। জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল।

এমন অবস্থায় গত শুক্রবার ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে জড়িত সব পক্ষকে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাতে যুক্ত সব পক্ষকে আমরা মুখোমুখি হওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে মস্কো উত্তেজনা হ্রাস, সহিংসতা বন্ধ এবং স্থায়ী অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। 

এদিকে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বলেছে, তারা ‘সতর্ক’ আছেন। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম এক টুইটবার্তায় এ কথা বলেন।