আন্তর্জাতিক

ভারতে বন্যা-ভূমিধস: তিন রাজ্যে নিহত ৩৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২ মে, ২০২২
ভারতে বন্যা-ভূমিধস: তিন রাজ্যে নিহত ৩৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত তিন রাজ্যে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে আসামে ২৩ জন, অরুণাচলে আট জন এবং মেঘালয় রাজ্যে তিন জনের মৃত্যু হয়েছে।


গত ১৪ মে থেকে শুরু হওয়া সিরিজ ভূমিধস ও বন্যায় এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।


আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) বরাত দিয়ে দ্য হিন্দুর খবরে বলা হয়, শুক্রবার (২০ মে) দুই শিশুসহ চারজন বন্যার পানিতে ডুবে সেখানে মারা গেছে। পরে রাজ্যটিতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সেখানে মোট নয়জনের মৃত্যু হয়েছে।


খবরে আরও বলা হয়, সম্প্রতি অরুণাচল প্রদেশের ইটানগরে ভূমিধসের ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে শহরটিতে ভূমিধসে মোট আট জনের মৃত্যু হয়েছে।


অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সেখানকার ভূমিধস হতে পারে এমন এলাকা থেকে সাধারণ মানুষদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দিয়েছেন।


এছাড়া মেঘালয় রাজ্যে বন্যার পানিতে ডুবে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


এএসডিএমএর এক মুখপাত্র জানান, ওই তিন রাজ্যের ২৯টি জেলায় বন্যা পরিস্থিতি চলছে। এতে সেসব জেলার প্রায় সাত লাখ ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।