আন্তর্জাতিক

বাইডেন প্রস্তাবে সাড়া দেয়নি উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২ মে, ২০২২
বাইডেন প্রস্তাবে সাড়া দেয়নি উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের করোনা টিকা সরবরাহের প্রস্তাবে কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


শনিবার (২১ মে) দক্ষিণ কোরিয়া সফরকালে বাইডেন এ কথা জানান। 


রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও টিকার প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে সরবরাহ করতে প্রস্তুত রয়েছি। আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি।


বাইডেন আরও বলেন, তিনি সঠিক পরিস্থিতিতে কিমের সঙ্গে দেখা করতে ইচ্ছুক।


এদিকে করোনাভাইরাস মহামারির মধ্যে উত্তর কোরিয়ায় আরও দুই লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাতে জানিয়েছে রয়টার্স।


চলতি মাসে উত্তর কোরিয়ায় প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। দেশটির প্রায় ২৫ লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম সরকার। ধারণা করা হচ্ছে দেশটিতে বিপুল সংখ্যক মানুষ মহামারি আক্রান্ত হতে পারে।


তবে উত্তর কোরিয়া এখন পর্যন্ত বাইরের দেশগুলোর সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং তাদের সীমান্ত বন্ধ রেখেছে।


সর্বশেষ কেসিএনএ জানায়, এখন পর্যন্ত অন্তত দুই লাখ ৫০ হাজার জনের মধ্যে জ্বরের লক্ষণ দেখা গেছে। এ পর্যন্ত জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২৫ লাখ। এছাড়া মারা গেছেন ৬৬ জন।