বলিউড

ছুটি কাটাতে গিয়ে মৃত্যুর মুখে অভিনেত্রী

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
ছুটি কাটাতে গিয়ে মৃত্যুর মুখে অভিনেত্রী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস ১২ খ্যাত সৃষ্টি সম্প্রতি এক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ইউরোপে ছুটি কাটাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আমস্টারডামে থাকাকালীন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হয়।
সৃষ্টি তার অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এক পোস্টে তিনি জানান, আমস্টারডামে থাকাকালীন আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে যায়। তখন নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালের বিছানায় শুয়ে মনে হচ্ছিল, আমি হয়তো আর ভারতে ফিরতে পারব না।
পোস্টের সঙ্গে তিনি হাসপাতালের কয়েকটি ছবিও শেয়ার করেন, যেখানে তাকে অক্সিজেন সাপোর্টে দেখা যায়।
অসুস্থতার পাশাপাশি সৃষ্টি আরও একটি সমস্যার মুখোমুখি হন। তার ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও শারীরিক অবস্থার কারণে তিনি দেশে ফিরতে পারছিলেন না। তিনি লেখেন, ভিসা ফুরিয়ে যাওয়ার পরও আমস্টারডামে থাকতে হয়েছিল। একটা বিশাল স্ট্রাগলের পর অবশেষে মুম্বাইয়ে ফিরতে পেরেছি। তবে এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া থেকে সেরে উঠতে অনেক সময় লাগে। আমার চিকিৎসক বলেছেন, পুরোপুরি সুস্থ হতে এক মাসেরও বেশি সময় লাগবে।
সৃষ্টি আরও জানান, তিনি এখনো দুর্বল বোধ করছেন। তবে সুস্থতার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশাবাদী যে দ্রুত সেরে উঠবেন। তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এই কঠিন সময়ে পাশে থাকার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি দিয়েছে।
সৃষ্টির এই পোস্টে ভক্ত ও সহকর্মীরা তার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা অভিনেত্রীকে শক্ত থাকতে উৎসাহ দিয়েছেন।
সৃষ্টির এই অভিজ্ঞতা আবারও প্রমাণ করে যে ছুটি কাটানোর আনন্দের মধ্যেও সতর্ক থাকা কতটা জরুরি। চিকিৎসার জন্য সময়মতো ব্যবস্থা নেওয়া তার জীবন বাঁচিয়েছে। এখন তার ভক্তরা অপেক্ষা করছেন অভিনেত্রীর সুস্থ হয়ে ফিরে আসার জন্য।